নিজস্ব প্রতিনিধি- ভারতের আরও তিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে উপহার হিসেবে হাঁড়িভাঙ্গা আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে আসাম, মেঘালয় ও মিজোরামের মুখ্যমন্ত্রীর জন্য এসব আম হস্তান্তর করা হয়। সূত্র জানায়, তিন মুখ্যমন্ত্রীর জন্য ১২০ কার্টন আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিটি কার্টনে ১০ কেজি করে আম আছে। সব মিলিয়ে ১২০০ কেজি আম পাঠানো হয়েছে। তামাবিল স্থলবন্দরের উপপরিচালক মাহফুজুল ইসলাম ভারতের গোহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনার তানভীর মনসুরের কাছে প্রধানমন্ত্রীর এ উপহার হস্তান্তর করেন। তিনি আরও জানান, আজই (গতকাল) এই উপহার তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে। এই উপহারের ফলে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে বলে তিনি আশা করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট থানার ওসি দিলীপ নাথ, তামাবিল পাথর, চুনাপাথর ও কয়লা আমদানিকারক সমিতির সিনিয়র সহসভাপতি জালাল উদ্দিনসহ বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা।

Loading