নিজস্ব প্রতিনিধি – তিব্বতে গতকাল শুক্রবার বুলেট ট্রেন উদ্বোধন করেছে চীন। ভারতের অরুণাচল প্রদেশের পার্শ্ববর্তী অঞ্চলে চালু হওয়া এই ট্রেন তিব্বতের প্রাদেশিক রাজধানী এলহাসা এবং সীমান্তবর্তী নিয়িংচি শহরের মধ্যে সংযোগ তৈরি করেছে। অরুণাচল সীমান্তের একেবারে কোলঘেঁষা এই নিয়িংচি শহর। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির অনলাইনে এক প্রতিবেদনে বলা হয়, এলহাসা-নিয়িংচি অংশের ৪৩৫ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ এই রেলসড়ক সিচুয়ান-তিব্বত রেলওয়ের অধীনে, যার বেশির ভাগই প্রত্যন্ত এলাকার মধ্য দিয়ে গেছে। আগামী জুলাইয়ে চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টি অব চীনার (সিপিসি) শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে এই বুলেট ট্রেন উদ্বোধন করা হয়। সিচুয়ান-তিব্বত রেলপথ তিব্বতের দ্বিতীয় রেলপথ। এর আগে তিব্বতে কিংহাই-তিব্বত রেলপথ চালু রয়েছে। সিচুয়ান-তিব্বত রেলপথটি কিংহাই-তিব্বত মালভূমির দক্ষিণ-পূর্ব দিক দিয়ে গেছে। অঞ্চলটি বিশ্বের ভূতাত্ত্বিকভাবে অন্যতম সক্রিয় অঞ্চল হিসেবে পরিচিত।  গত নভেম্বরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তিব্বতের সিচুয়ান ও নিয়িংচির মধ্যে সংযোগ তৈরি করা এই রেল প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, নতুন এই রেলপথ সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখতে বিশেষ ভূমিকা রাখবে।

ভারতের অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ হিসেবে দাবি করে আসছে চীন। তবে ভারতের পক্ষ থেকে চীনের এই দাবি নাকচ করে দেওয়া হয়।

Loading