নিজস্ব প্রতিনিধি- রাণু মণ্ডল, একেবার উল্কার গতিতে তার উত্থান আবার সেই গতিতেই পতন। মোটেও আলোচনায় নেই তিনি, ফের অভাব দেখা দিয়েছে তার জীবনে। এই রকম দুঃসময়ে ফের লাইমলাইটে চলে এসেছেন রানু। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে, রানু মঞ্চে দাঁড়িয়ে হাতে মাইক নিয়ে গান গাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু গানটির লিরিক্স মনে করতে পারছিলেন না তিনি। এই গান ভুলে গিয়ে রানু বলে উঠলেন ‘ও মাই গড আই ফরগেট’। এই ভিডিও মুহূর্তে ভাইরাল হছে সোশ্যাল মিডিয়াতে।
উল্লেখ্য, রানাঘাট স্টেশনে ভবঘুরের জীবন থেকে বলিউডের প্লেব্যাক করে অসাধারণ সাফল্য অর্জন করেন রানু। বলিউডের গ্ল্যামার, সারা ভারতের একাধিক সংবাদমাধ্যমের লাইমলাইট পেয়ে হঠাৎই ধরাকে সরা জ্ঞান করতে থাকেন তিনি।
180 total views, 2 views today