শান্তি রায়চৌধুরী :  ছোট হয়ে এলো ইউরো ২০২০। বাকি রইল দুটো ম্যাচ, সেমিফাইনাল আর ফাইনাল। আজ রাতে ১২.৩০ এ প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইটালি- স্পেন।  পরের দিন একই সময়ে ডেনমার্কের প্রতিপক্ষ ইংল্যান্ড। তিনটি ম্যাচ ই খেলা হবে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে। ঘরের মাঠে  সমর্থকদের সামনে সুবিধা পাবে ইংল্যান্ড। গ্রুপ অব ডেথে যে চারটি দল ছিল তারা আর কেউ নেই ইউরোতে। টুর্নামেন্ট শুরুর আগে যে দলগুলোকে ফেভারিট ভাবা হয়েছিল তারা ও নেই। ফ্রান্স,বেলজিয়াম, পর্তুগাল সবাই  ফিরে গেছে। নতুন করে ফেভারিট ধরা হচ্ছে ইতালিকে। স্পেন বড় দল হলেও ফর্ম ইতালিকে এগিয়ে রাখছে। চিরকালই রক্ষণাত্মক সুন্দর ফুটবল খেলে  আজ্জুরিয়ারা।অন্যদিকে স্পেন টাইব্রেকারে সুইজারল্যান্ডকে হারিয়ে এসেছে।  মাঝ মাঠ ও আক্রমণভাগ ভালো হলেও চিন্তা রয়েছে তাদের রক্ষণ নিয়ে।

প্রথম ম্যাচে ক্রিশ্চিয়ান এরিকসনের ওই মর্মান্তিক ঘটনার পর ডেনমার্কের ফুটবলাররা যেন দৃঢ়প্রতিজ্ঞ। দারুন ডিফেন্স করছেন এবং গুরুত্বপূর্ণ গোল ও করে দিচ্ছেন। কোনো তারকা নেই। ১১ জন মিলে একটা আদর্শ দল হিসেবে খেলছেন তারা। দলগত সংহতি ফুটবলের সম্পদ এ কথা কে না জানে।তবে এসব সত্বেও কাগজে-কলমে ফেভারিট ইংলিশরাই। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে একটাও গোল হজম করেনি।  ইংল্যান্ড। ইউক্রেনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছেন হারিকেনরা। কোয়ার্টার ফাইনালে জোড়া গোল করে ফর্মে রয়েছেন টটেনহাম স্ট্রাইকার। গ্যারেজ গ্যারেথ সাউথ গেট দলটাকে সুন্দরভাবে পরিচালনা করছেন। ভবিষ্যবাণী থেকে জুয়ার দর,  সব ক্ষেত্রেই হাওয়া বলছে  ফাইনাল হবে ইটালি আর ইংল্যান্ডের মধ্যে। আর তাতে কাউকে ফাইনালে এগিয়ে রাখা যাচ্ছে না।

Loading