নিজস্ব প্রতিনিধি – করোনা মহামারীর প্রভাবে দেশে দেশে রেকর্ড ছুঁয়েছে বেকারত্বের হার। বর্তমানে মহামারি পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার শুরু হলেও বিশ্বজুড়ে এখনও লাখ লাখ মানুষ কর্মসংস্থানের বাইরে।

এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে ক্রমাগত খাবারের দাম বাড়ছে। এটি আগামীতে আরো খারাপ হবে বলে পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকরা। ব্লুব বার্গের এক প্রতিবেদনে প্রকাশ, খাদ্যমূল্য বর্তমানের তুলনায় আরো বাড়বে।

মহামারি পরবর্তী অর্থনীতি যেখানে পুনরুদ্ধারের জন্য লড়াই করছে, সেখানে খাদ্যমূল্য বৃদ্ধি নতুন সংকটের ঝুঁকি তৈরি করছে বলে মনে করছেন বিশ্ব অর্থনৈতিক বিশ্লেষকরা।

Loading