Warning: Undefined variable $ub in /home/u142402133/domains/24ghantakhaskhabar.com/public_html/wp-content/plugins/advanced-page-visit-counter/public/class-advanced-page-visit-counter-public.php on line 148
Warning: Undefined variable $ub in /home/u142402133/domains/24ghantakhaskhabar.com/public_html/wp-content/plugins/advanced-page-visit-counter/public/class-advanced-page-visit-counter-public.php on line 160 বড় ধরনের রদবদল রাজ্য মন্ত্রিসভায়, নতুন পঞ্চায়েত মন্ত্রী হচ্ছেন পুলক রায় | 24 Ghanta Khas Khabar
নিজস্ব প্রতিনিধি – রাজ্য মন্ত্রিসভায় বড় রদবদল। পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়ানের পর তার জায়গায় রাজ্যের নতুন পঞ্চায়েত মন্ত্রী হচ্ছেন পুলক রায়। রাজ্যের নতুন ক্রেতা সুরক্ষামন্ত্রী হচ্ছেন মানস ভুঁইয়া। অর্থ দফতরের প্রতিমন্ত্রী হচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য। জনস্বার্থ কারিগরি দফতরের সঙ্গে বাড়তি দায়িত্ব পুলক রায়ের।
জল সম্পদ উন্নয়ন দফতরের সঙ্গে বাড়তি দায়িত্ব মানস ভুঁইয়ার। অর্থ দফতর থাকছে মুখ্যমন্ত্রীর হাতেই, প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অর্থ দফতরের উপদেষ্টা হিসেবে থাকবেন অমিত মিত্র।