নিজস্ব প্রতিনিধি- বলিউডের আলোচিত তারকা দম্পতি কারিনা কাপুর খান ও সাইফ আলী খান গত ২১ ফেব্রুয়ারি মা-বাবা হয়েছেন। এরপর থেকেই ভক্তরা অপেক্ষায় ছিলেন সাইফিনার দ্বিতীয় সন্তানের ছবি দেখার জন্য। নারী দিবসে অপেক্ষার অবসান ঘটালেন কারিনা। প্রকাশ করেছেন সন্তানের ছবি। ইনস্টাগ্রামে ছেলের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে কারিনা কাপুর লিখেছেন, ‘এমন কোনো কাজ নেই যা নারীরা করতে পারেন না। নারী দিবসের শুভেচ্ছা।’
শেয়ার করা ছবিতে নতুন সন্তানের মুখ দেখা যায়নি। ছবিতে কারিনার দ্বিতীয় পুত্র মায়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে।
গত বছরের আগস্টে নতুন সন্তানের আগমনের খবর দিয়েছিলেন সাইফ-কারিনা। এরপর থেকে পুরো সময়টা আলোচনায় ছিলেন কারিনা। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সাথে বেবি বাম্পের ছবি শেয়ার করেছেন নিয়মিত। ২১ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন কারিনা।
কারিনা দ্বিতীয়বার মা হলেও এই চতুর্থবার বাবা হলেন সাইফ। অভিনেতার প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিং ও সাইফের দুই সন্তান-সারা ও ইব্রাহিম। ২০১২ সালে সাত পাকে বাঁধা পড়েন সাইফ-কারিনা। তৈমুরের জন্ম হয় ২০১৬ সালের ডিসেম্বরে। দ্বিতীয় সন্তানের জন্মের পর মাসখানেকের বিরতি নিয়ে শিগগির কাজে ফিরবেন এই অভিনেত্রী।