নিজস্ব প্রতিনিধি – **এবার পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্প। পাড়ায় সমাধান প্রকল্পের কাজ শুরু হবে, ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে পাড়ার ছোটখাটো সমস্যার সমাধান করা হবে’
**নতুন করে দাম বাড়ানো হয়নি। কলকাতায় আজ পেট্রোলের দাম লিটার প্রতি রয়েছে ১০৪.৬৭ টাকা। শহরে ডিজেলের দাম লিটার প্রতি ৮৯.৭৯ টাকা। গতকালও পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। এই নিয়ে টানা চারদিন পেট্রোলও ডিজেলের দাম একই থাকল।
**ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৮। মঙ্গলবার মণিপুরের শিরুই এলাকায় কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, শিরুই থেকে ৬২ কিমি উত্তর-পূর্বে ছিল কম্পনের উৎসস্থল।
**তিনদিনের দিল্লি সফরে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকর। দিল্লিতে রাজ্যপালদের জন্য আয়োজিত বার্ষিক সম্মেলনে যোগ দেবেন তিনি। টুইটে রাজ্যপাল নিজেই একথা জানিয়েছেন। রাজ্যপালের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
**বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র পর এবার ভারত বায়োটেকের করোনা টিকা কোভ্যাক্সিনকে স্বীকৃতি দিল ব্রিটেনও। কোভ্যাক্সিনের দু’টি টিকা নেওয়া থাকলে ব্রিটেনে আসা পর্যটকদের নিভৃতবাসে থাকতে হবে না বলে জানানো হয়েছে। আগামী ২২ নভেম্বর থেকে এই নির্দেশিকা কার্যকর হবে।
108 total views, 4 views today