নিজস্ব প্রতিনিধি – দেশে কমল দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১,৫০৬। মৃত্যু হয়েছে ৮৯৫ জনের। সুস্থ হয়েছেন ৪১,৫২৬ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ৯১৫। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,০৮,৩৭,২২২। মৃত্যু হয়েছে ৪,০৮,০৪০ জনের। সুস্থ হয়েছেন ২,৯৯,৭৫,০৬৪ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ৪,৫৪,১১৮। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে দেশের মধ্যে সবার ওপরে রয়েছে মহারাষ্ট্র। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১,৪৯,২৬৪। মৃত্যু হয়েছে ১,২৫,৫২৮ জনের। সুস্থ হয়েছেন ৫৯,০৬,৪৬৬ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ১,১৭,২৭০। মহারাষ্ট্রের পর রয়েছে কেরল। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০,৫৩,১১৬। মৃত্যু হয়েছে ১৪,৪৮৯ জনের। সুস্থ হয়েছেন ২৯,২২,৯২১ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ১,১৫,৭০৬। কর্ণাটকে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮,৬৯,৩২০। মৃত্যু হয়েছে ৩৫,৭৭৯ জনের। সুস্থ হয়েছেন ২৭,৯৬,৩৭৭ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ৩৭,১৬৪। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ রয়েছে সপ্তম স্থানে। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫,১১,২০৫। মৃত্যু হয়েছে ১৭,৯০৩ জনের। সুস্থ হয়েছেন ১৪,৭৭,৯৯৮ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ১৫,৩০৪।

 208 total views,  2 views today