শাহানুর ইসলাম, হাওড়া – দীর্ঘ দু’মাস পর ভারতে সর্বনিম্ন দৈনিক করোনা সংক্রমণ শনাক্ত হল। গত ২৪ ঘণ্টায়  মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এক লাখ ২১ হাজার ৪৭৬ জন। নতুনভাবে বিস্তার ঘটানোর ক্ষেত্রে বর্তমানে শীর্ষে তামিলনাড়ু। এরপরই রয়েছে কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র ও অন্ধ্র প্রদেশ। স্বাস্থ্য বিভাগের হিসাব অনুসারে, এই পাঁচ রাজ্যে দৈনিক সংক্রমণ শনাক্তের হার ৬৬ শতাংশের মতো।

পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাওয়ায় ধাপে ধাপে লকডাউন শিথিলের পরিকল্পনা ঘোষণা করছে মহারাষ্ট্র সরকার। বিশ্বখ্যাত মেডিকেল জার্নাল ল্যানসেট জানিয়েছে, ডেল্টা ভাইরাসের ক্ষেত্রে দুই ডোজ ভ্যাকসিনের মধ্যেকার সময় কম হওয়া প্রয়োজন। সেক্ষেত্রে ৬-৮ সপ্তাহ ব্যবধানের ওপর গুরুত্বারোপ করেছে গবেষকরা। অবশ্য, এদিন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও ৩ হাজারের বেশি মৃত্যু দেখল ভারত। শুক্রবার ৩ হাজার ৩৮২ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। ফলে মোট প্রাণহানি তিন লাখ ৪৪ হাজার ছাড়াল।

 190 total views,  4 views today