নিজস্ব প্রতিনিধি – করোনায় নাজেহাল ভারত। শিগগিরই আবারো টুরিস্ট ভিসা ইস্যু শুরু করবে দেশটি। ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারমণ গণমাধ্যমকে বিষয়টি  নিশ্চিত ক‌রে‌ছেন। দেশটির কয়েকটি গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রথম ৫ লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে টুরিস্ট ভিসা দেবে ভারত। তবে একজন টুরিস্ট একবারই এই সুবিধা নিতে পারবেন। ভারতের অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক যাতায়াত আবার শুরু হওয়ার পর যে প্রথম ৫ লাখ বিদেশি পর্যটক ভারতে আসার আবেদন করবেন, তাদের কোনো ভিসার ফি দিতে হবে না। আগামী ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত এ সুবিধা জারি থাকবে।

Loading