নিজস্ব প্রতিনিধি – আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলা করতে পারে- এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্র। বিবিসি জানায়, শনিবার দূতাবাসের পক্ষ থেকে তাদের নাগরিকদের বিমানবন্দর থেকে দূরে থাকতে বলা হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, ফটকের বাইরে নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে। নির্দেশনায় আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের যেসব নাগরিক এখনও কাবুলে অবস্থান করছেন, তারা যুক্তরাষ্ট্র সরকারের কোনো প্রতিনিধির কাছ থেকে কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত যেন বিমানবন্দরের দিকে না যান। যদিও কাবুলে আইএসের সম্ভাব্য হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি যুক্তরাষ্ট্র। তা ছাড়া আইএস প্রকাশ্যে কাবুলে হামলার কোনো হুমকিও দেয়নি। সতর্কতায় বলা হয়, মার্কিন সরকারের প্রতিনিধি যাদের কাবুল বিমানবন্দরে আসতে বলবেন, শুধু তাদেরই সেখানে আসা উচিত, অন্যদের নয়। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, তারা পরিস্থিতির দিকে নজর রাখছেন। বিকল্প পথ খুঁজছেন। একের পর এক শহর নিয়ন্ত্রণে নেওয়ার পর ১৫ আগস্ট রাজধানী কাবুল দখল করে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের ঘোষণা দেয় তালেবান। তালেবান ক্ষমতায় বসার পর থেকেই কাবুল বিমানবন্দরে ভিড় করছে হাজার হাজার মানুষ। এর মধ্যে অনেক মার্কিন নাগরিকও রয়েছেন।

Loading