নিজস্ব প্রতিনিধি – করোনাভাইরাসে (কোবিড-১৯) মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভারত। ভারতে এখন প্রতিদিন করোনায় আক্রান্ত ও মৃত্যুর নতুন নতুন রেকর্ড হচ্ছে। আগের দিনের রেকর্ড পরের দিন ভেঙে যাচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ১৫০১ জন মারা গেছেন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। আর সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এখন পর্যন্ত সর্বোচ্চ ২ লাখ ৬১ হাজার ৫০০ জন।রবিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী ভারতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ১০৯ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৭৭ হাজার ১৬৮ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ২৮ লাখ ৯ হাজার ৬৪৩ জন।
134 total views, 2 views today