নিজস্ব প্রতিনিধি  – করোনার  দ্বিতীয় ঢেউ  কি চলে যাওয়ার পথে? দেশের সংক্রমণ পরিস্থিতি নিয়ে গত কয়েকদিনের কিছু পরিসংখ্যান ইঙ্গিতবাহী। একাধিক রাজ্যে সংক্রমণের হার কমছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনার সেকেন্ড ওয়েভ দেশে ছড়িয়ে পড়তেই একাধিক রাজ্যে লকডাউন-সহ  বেশ কিছু কড়াকড়ি জারি হয়েছে। তারই জেরে মিলছে সুফল। দেশের বেশ কয়েকটি রাজ্যে  সংক্রমণের হার নিম্নমুখী। এই পরিসংখ্যানই আশার আলো দেখাচ্ছে। দেশে দৈনিক সংক্রমণ একটা সময় ৪ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। বর্তমানে তা ৩ লক্ষের বেশ খানিকটা নীচে। গত ৯ মে দেশের দৈনিক সংক্রমণ ছিল ৩ লক্ষ ২৯ হাজার। সেখান থেকে আজ ১৯ মে স্বাস্থ্যমন্ত্রকের   দেওয়া তথ্য অনুযায়ী দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ৬৭ হাজার ৩৩৪ জন। দেশের মধ্যে করোনায় সর্বাধিক সংক্রমিত রাজ্য মহারাষ্ট্র  । সেখানেও কমছে সংক্রমণ। রাজধানী দিল্লিতেও  করোনা গ্রাফ নিম্নমুখী।

দেশে গড়ে সাপ্তাহিক সংক্রমণও যথেষ্ট পরিমাণে কমেছে। সক্রিয় করোনা রোগীর সংখ্যাও কমেছে। দেশে ৩ মে থেকে ৯ মে-র মধ্যে প্রতিদিনের নতুন করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৩ লক্ষ ৯২ হাজারের কাছাকাছি ছিল। পরের সপ্তাহে তা নেমে আসে ৩.২৯ লক্ষের কাছে। তবে প্রতিদিনের গড় মৃত্যু ৩,৮৮৮ থেকে বেড়ে হয় ৪,০৩৮। দিল্লির ক্ষেত্রে, করোনা সক্রিয় রোগীর সংখ্যা কমে যাওয়াটা আরও বেশি লক্ষ্যণীয়। ৩ মে এবং ৯ মে-র মধ্যে রাজধানীতে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৮ হাজার থেকে ১০ হাজারে নেমে আসে। মহারাষ্ট্রেও দৈনিক সংক্রমণ কমলেও করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে।

দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা এদিনও ৩ লক্ষের নীচে। তবে মঙ্গলবারের তুলনায় বুধবার প্রায় সাড়ে চার হাজার বেশি আক্রান্তের সংখ্যা। তবে মৃত্যু বাড়ছে। বুধবার স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় কাবু ২ লক্ষ ৬৭ হাজার ৩৩৪ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ২ লক্ষ ৬৩ হাজার ৫৩৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা অবশ্য বেড়েছে। মঙ্গলবার করোনায় মৃত্যু হয়েছিল ৪ হাজার ৩২৯ জনের। বুধবার দেশে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৫২৯। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, করোনার সেকেন্ড ওয়েভ মোকাবিলায় রাজ্যে-রাজ্যে নতুন করে ব্যাপক কড়াকড়ি শুরু হয়ে যায়। এরই পাশাপাশি করোনার প্রথম ঢেউয়ের তুলনায় দ্বিতীয় ঢেউ আরও বেশি বিপজ্জনক হওয়াটা জনমানসেও তীব্র আতঙ্ক তৈরি করেছে। একটি বড় অংশের নাগরিক আতঙ্কে কাঁপছেন। আগের চেয়ে করোনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। অনেকেই কোভিড প্রোটোকল মেনে চলছেন। সেটিও সংক্রমণ গ্রাফ নিম্নমুখী হওয়ার একটি বড় কারণ। তবে বেশ কিছু রাজ্যে এখনও করোনার সংক্রমণ বিপজ্জনক আকার নিচ্ছে।

Loading