নিজস্ব প্রতিনিধি – করোনার দ্বিতীয় তরঙ্গে বেসামাল দেশ। এরই মাঝে তৃতীয় তরঙ্গের আশঙ্কার কথা শুনিয়েছেন বিশেষজ্ঞরা। দেশের ভয়াবহ করোনা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কাঠগড়ায় তুলেছে বিশ্বের অন্যতম মেডিকেল জার্নাল ল্যানসেট। এমন পরিস্থিতিতে কিছুটা কমল দৈনিক করোনা সংক্রমণ। দেশে গত ২৪ ঘণ্টায় ৩ লক্ষ ২৯ হাজার ৯৪২ জনের সংক্রমণ ধরা পড়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৫৬ হাজার ৮২ জন। তবে সংক্রমণ কিছুটা কমলেও মৃত্যু কমছে না। ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৮৭৬ জনের মৃত্যু হয়েছে করোনায়।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত ২ কোটি ২৯ লক্ষ ৯২ হাজার ৫১৭ জন সংক্রামিত হয়েছেন। করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৯০ লক্ষ ২৭ হাজার ৩০৪ জন। করোনা আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে ২ লক্ষ ৪৯ হাজার ৯৯২ জনের। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেস ৩৭ লক্ষ ১৫ হাজার ২২১টি। এখনও পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ১৭ কোটি ২৭ লক্ষ ১০ হাজার ৬৬ জন।
172 total views, 2 views today