নিজস্ব প্রতিনিধি – মমতার অভিযোগ, বিজেপির সঙ্গে সমঝোতা করে চলে কংগ্রেস। তাই কংগ্রেস যেভাবে কমছে, সেই হারেই টিআরপি বাড়ছে বিজেপির। তৃণমূলনেত্রী তিন দিনের গোয়া সফরের শেষ দিন শনিবার সকালে রাজধানী পানজিমের অদূরে ডোনা পওলার ইন্টারন্যাশনাল সেন্টারে সাংবাদিকদের এসব কথা বলেন। ঘটনাচক্রে একই দিন গোয়ায় পা রাখছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। মমতা বলেন, কংগ্রেসের মতো করে বিজেপির বিরুদ্ধে লড়াই করার কথা ভাবছেন না তিনি। বরং শক্তি বাড়িয়ে আঞ্চলিক দলগুলিকে জোটবদ্ধ করে বিজেপিকে টক্কর দিতে চান।
তৃণমূলনেত্রী বলেন, দেশের জন্য বিজেপি চিন্তিত নয়। কৃষকরা প্রায় এক বছর ধরে রাস্তায় বসে আছে, বেকারত্বের হার আকাশ ছুঁয়েছে।
143 total views, 2 views today