নিজস্ব প্রতিনিধি – বেতন বৈষম্য, আচমকা অনুষ্ঠানের বদলির প্রতিবাদে এসএসকেএমে অনশনের চতুর্থ দিনে অসুস্থ ২ নার্স, দাবি আন্দোলনকারীদের। অনুরোধ সত্ত্বেও স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল টিম আসেনি বলে অভিযোগ।

আন্দোলনকারী নার্সরা এর প্রতিবাদে হাঁটলেন মিছিলে। বেতন বৈষম্য, আচমকা বদলির প্রতিবাদে গত কয়েকদিন ধরে এসএসকেএমে অনশন করছেন আন্দোলনরত নার্সদের একাংশ।

 350 total views,  6 views today