নিজস্ব প্রতিনিধি – স্বর্গীয় হস্তক্ষেপ’ প্রাণঘাতী ভাইরাসকে তাড়িয়ে দেবে, এই আশায় ‘করোনা দেবীর’ মন্দির প্রতিষ্ঠা করে পূজা দিচ্ছেন ভারতের গ্রামবাসীরা। বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, দেশটির ‍উত্তর প্রদেশের শুক্লাপুর গ্রামের ভক্তরা গত সপ্তাহে উজ্জ্বল হলুদ রঙয়ের একটি মন্দির গড়ে তুলে সেখানে ‘করোনা মাতার’ প্রতিমা স্থাপনের পর থেকে গঙ্গা জল ও ফুল দিয়ে পূজা, অর্চনা করে চলছেন। “হয়তো তার আশীর্বাদে গ্রামবাসীরা, আমাদের গ্রাম ও অন্য সবাই কিছুটা ছাড় পেতে পারে,” নিজেকে সঙ্গীতা বলে পরিচিয় দেওয়া একজন গ্রামবাসী শুক্রবার রয়টার্সকে একথা বলেন।

Loading