নিজস্ব প্রতিনিধি- করোনা সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ করল ভারতীয় রেল। স্টেশন, ট্রেন বা রেলওয়ে চত্বরে মাস্ক না পরলে দিতে হবে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা। শনিবার রেলের তরফে এমনটাই জানানো হয়েছে। প্রসঙ্গত, দেশে হু হু করে করোনা সংক্রমণ বাড়ছে। করোনা সংক্রমণের বৃদ্ধিতে লাগাম টানতে সবরকম প্রচেষ্টা চালাচ্ছে সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,৩৪,৬৯২। মৃত্যু হয়েছে ১,৩৪১ জনের। সুস্থ হয়েছেন ১,২৩,৩৫৪ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ১,০৯,৯৯৭। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,৪৫,২৬,৬০৯। মৃত্যু হয়েছে ১,৭৫,৬৪৯ জনের। সুস্থ হয়েছেন ১,২৬,৭১,২২০ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ১৬,৭৯,৭৪০।
240 total views, 6 views today