নিজস্ব প্রতিনিধি- ইংল্যান্ডকে হারিয়ে ভারতকে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নিশপের ফাইনালে তোলার পাশাপাশি ক্যাপ্টেন হিসেবে সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্লাইভ লয়েডের রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি। গতকাল শনিবার (৬ মার্চ) মোতেরায় ইংল্যান্ডকে ইনিংস ও ২৫ রানে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে ভারত। আগামী ১৮ জুন থেকে লর্ডসে শুরু প্রথম আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নিশপ ফাইনাল। ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। প্রথম টেস্ট হারলেও টানা তিনটি টেস্ট জিতে চার টেস্টের সিরিজ ৩-১ জিতে নেয়ে টিম কোহলি। অক্ষর প্যাটেল নিয়েছেন অভিষেক টেস্ট সিরিজে সর্বাধিক ২৭টি উইকেট। চারবার ইনিংসে পাঁচ উইকেট। অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিনের স্পিনের সাঁড়াশি আক্রমণে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। সিরিজের শেষ টেস্ট ড্র করলেও প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যেত ভারত৷। কিন্তু ড্র নয়, ঋষভ পন্ত, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেলের দুরন্ত পারফর্ম্যান্সে ইংল্যান্ডকে ইনিংসে হারিয়ে এক নম্বর দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ভারত।
দুইবছর ধরে ধারাবাহিক পারফরম্যান্সের ফল পেল বিরাটা বাহিনী। ১৭টি টেস্টের মধ্যে ১২টিতে জয়, চারটিতে হার এবং একটি ড্র করে ৪৯০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান শেষ করে ভারত। আর দ্বিতীয় স্থানে থেকে ফাইনালে পৌঁছায় নিউজিল্যান্ড। কোভিড-১৯ এর কারণ দেখিয়ে দক্ষিণ আফ্রিকা সফর থেকে অস্ট্রেলিয়া সরে দাঁড়ানোর আগেই ফাইনালে পৌঁছে গিয়েছিল নিউজিল্যান্ড। আর এদিন ইংল্যান্ডকে উড়িয়ে ফাইনালে ছাড়পত্র পেল টিম ইন্ডিয়া। এক নজরে ভারত-ইংল্যান্ড চার ম্যাচ টেস্ট সিরিজের পরিসংখ্যান- জো রুটের নেতৃত্বে দ্বিতীয়বার টানা তিনটি টেস্টে হারল ইংল্যান্ড। বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে টেস্টে সিরিজে ৩০টির বেশি উইকেট এবং সেঞ্চুরি করলেন অশ্বিন। দেশের মাটিতে টানা ১০টি টেস্ট সিরিজ জয় ক্যাপ্টেন কোহলির। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে রেকর্ড সংখ্যক ১২টি টেস্ট জিতল ভারত। অভিষেক টেস্ট সিরিজে ২৭টি উইকেট নিয়ে দিলীপ জোশীর রেকর্ড ছুঁলেন অক্ষর। টেস্ট ক্যারিয়ারে ৩০ বার পাঁচ উইকেট নিলেন অশ্বিন।