নিজস্ব প্রতিনিধি – একটা নিম্নচাপ কাটতে না কাটতেই আবার আর একটা নিম্নচাপ দানা বাঁধছে বঙ্গোপসাগরে। ১৮ নভেম্বর অন্ধ্র প্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে। এর প্রভাবে মেঘ বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে আরো এক সপ্তাহ।
দক্ষিণাত্যে এখন যে নিম্নচাপের বৃষ্টি হচ্ছে তার প্রভাবে আজ সোমবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে । তবে মঙ্গলবার অবশ্য এই পর্বের দুর্যোগ কাটলে পরিষ্কার আকাশের দেখা মিললেও মিলতে পারে।কিন্তু তা হবে ক্ষণস্থায়ী।
কারন পরের নিম্নচাপ ততদিনে অন্ধ উপকূলের কাছাকাছি এসে পৌছবে । যে কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও আকাশের মুখ ভার থাকবে । নিম্নচাপ পুরোপুরি কাটলে ফের সক্রিয় হবে উত্তরে হাওয়া । আর তার হাত ধরেই পাকাপাকিভাবে শীত ঢুকে পড়বে রাজ্যে।
296 total views, 8 views today