নিজস্ব প্রতিনিধি – উত্তরাখন্ডের রাজধানী দেরাদুন থেকে ১৭০ কিলোমিটার দূরে তিউনি নামে অত্যন্ত প্রত্যন্ত এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। এসময় এলাকাবাসীও উদ্ধারকাজে অংশ নেন।
চক্রতা থানার ওসি সতেন্দ্র ভাতি গণমাধ্যমকে জানান, দুর্ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত। এখনো পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের নিয়ে উদ্ধারকর্মীরা এখনো অভিযান চালাচ্ছেন। দুর্ঘটনাকবলিত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে ৩০০ কিলোমিটার নিচে খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।
141 total views, 2 views today