নিজস্ব প্রতিনিধি – আবার  বাড়ল রান্নার গ্যাসের দাম। রবিবার রাতে নতুন দাম ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। ১ মার্চ অর্থাৎ সোমবার থেকে বর্ধিত মূল্য কার্যকর হয়েছে। ফেব্রুয়ারি মাসে পরপর ৩ বার গ্যাসের দাম বাড়িয়েছিল রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলি। এর মধ্যে ২৫ ফেব্রুয়ারি শেষবার গ্যাসের দাম বাড়ে। মাত্র ৪ দিনে ফের বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম। গত ৩ মাসে গ্যাসের দাম বেড়েছে ২২৫ টাকা।

রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থা আইওসিএলের তথ্য অনুযায়ী, সোমবার থেকে ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম আরও ২৫ টাকা বেড়েছে। এই বৃদ্ধির পরে কলকাতায় প্রতি সিলিন্ডার রান্নার গ্যাসের নতুন দাম হল ৮৪৫ টাকা ৫০ পয়সা। একমাসে ৪ দফায় দাম বাড়ল ১২৫ টাকা। পাশাপাশি বাণিজ্যিক কাজে ব্যবহৃত এলপিজি-র মূল্যবৃদ্ধিও চোখে পড়ার মতো। আজ থেকে ১৯ কেজি ওজনের সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৯৭ টাকা ৫০ পয়সা বেড়েছে। ফলে এখন থেকে ১৬৮১ টাকা ৫০ পয়সা দরে সিলিন্ডার কিনতে হবে ব্যবসায়ীক প্রতিষ্ঠানগুলিকে।

Loading