নিজস্ব প্রতিনিধি – থিয়োরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতাবাদের জনক অ্যালবার্ট আইস্টাইন। দুনিয়া বদলে দেওয়া এই বিখ্যাত তত্ত্বের উৎস যে পাণ্ডুলিপি তা বিক্রি হলো রেকর্ড দামে। ফ্রান্সের প্যারিসে নিলামে উঠানো হয়েছিল বিরল ওই পাণ্ডুলিপিটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে উইওন নিউজ।

নিলামের শুরু থেকেই ৫৪ পাতার ওই পাণ্ডুলিপিটি ঘিরে কৌতূহল ছিল। মনে করা হচ্ছিল, সাড়ে ৩ মিলিয়ন ডলারের মতো দাম উঠতে পারে এর। কিন্তু সেই অনুমানকে একেবারেই ভুল প্রমাণ করে তা বিক্রি হলো ১৩ মিলিয়ন ডলারে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১১১ কোটি ৬৪ লাখ টাকার বেশি। ব্রিটিশ নিলাম সংস্থা ‘ক্রিস্টিজ’ এই পাণ্ডুলিপিটি নিলামে তুলেছে। কে ওই পাণ্ডুলিপিটি কিনলেন তা গোপন রেখেছে প্রতিষ্ঠানটি।

ক্রিস্টিজ জানায়, আইনস্টাইন তার কাজের প্রাথমিক খসড়া আলাদা করে কখনো সংরক্ষণ করতেন না। বেশিরভাগ সময় সেটির অবস্থান হতো ময়লার ঝুড়িতে। এই পাণ্ডুলিপিটিরও সেই অবস্থাই হয়েছিল। পরবর্তী সময়ে মহাকর্ষ সম্পর্কে সমস্ত ধারণাকে আমূল বদলে দেবে যে তত্ত্ব, তারই আগাম গবেষণার সাক্ষী হিসেবে ওই ৫৪ পাতার পাণ্ডুলিপিটির গুরুত্ব অপরিসীম।

 203 total views,  2 views today