নিজস্ব প্রতিনিধি – হাওড়া পুরসভা থেকে আলাদা হয়ে গেল বালি পুরসভা। আজ বিধানসভায় এই মর্মে প্রস্তাব পাশ হয়ে গেল। উল্লেখ্য, এর আগে হাওড়া পুরসভার অধীনে ছিল বালি পুরসভা। বালি পুরসভার ১৬টি ওয়ার্ড নিয়ে হাওড়া পুরসভায় ছিল ৬৬টি ওয়ার্ড। আজ বালি পুরসভা আলাদা হয়ে যাওয়ার ফলে আগামী পুর নির্বাচনে হাওড়ায় ভোট হবে ৫০টি ওয়ার্ডে। পুরো নগর উন্নয়নমন্ত্রী বলেছেন ,নাগরিক পরিষেবা মাইক্রো লেভেলে পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত।

 292 total views,  4 views today