নিজস্ব প্রতিনিধি – রাজ্যের সর্বত্র ট্রেন চলাচল শুরু হয়েছে, স্কুল কলেজ ও খুলে দেয়া হয়েছে। এইরকম একটা অবস্থায় রাজ্যে ফের বাড়লো করোনা সংক্রমণ। চিন্তায় পড়ে গেল প্রশাসন। দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮১৯ জন।মৃত্যু হয়েছে ১৪ জনের। দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যের সর্বোচ্চে রয়েছে এখন কলকাতা। একদিনে কলকাতায় ২৩১ জন আক্রান্ত হয়েছেন। ৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে উত্তর ২৪ পরগনায় ১২৯ জন সংক্রমিত , ৫ জনের মৃত্যু হয়েছে।
এদিকে , গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৩৭ হাজার ১১৫ টি যার মধ্যে ৮১৯ জনের রিপোর্ট পজিটিভ। এই মুহূর্তে রাজ্যে হোম আইসলেশনে রয়েছে ৬ হাজার ৭৫৩ জন। হাসপাতালে রয়েছে ১ হাজার ৫০ জন। সেফ হোমে ১৯৪ জন।
82 total views, 4 views today