নিজস্ব প্রতিনিধি – ‘টিফিন মিটিং’ বা সেমিনার, কনফারেন্স, ওয়ার্কশপে মুসলিম ভোটারদের কাছে টানতে বিজেপির মন্ত্রী, এমএলএ ও নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর প্রদেশে ১৯ শতাংশ মুসলিমের বাস। ভোটের ফলাফলের ওপর ‘স্টাডিস ইন ইন্ডিয়ান পলিটিক্স’ বলছে ২০১৭ সালের নির্বাচনে বিজেপি মুসলিম ভোট পায়নি।

বিজেপি’র মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট জামাল সিদ্দিকি বলছেন তিন তালাক রদ করা ছাড়াও মুসলমানদের আবাসন, কর্মসংস্থানে মোদি সরকার অনেক করেছে। এটা তাদের দরজায় দরজায় গিয়ে জানান দিতে বলা হয়েছে। বিজেপির ১শ নেতাকর্মীর প্রত্যেকে ৫০টি মুসলিম পরিবারের সঙ্গে এ লক্ষ্য নিয়ে যোগাযোগ করবেন।

 168 total views,  4 views today