নিজস্ব প্রতিনিধি – বিজেপি শাসিত গুজরাট ও আহমেদাবাদের একাধিক শহরে এ নিয়ম চালু করেছে রাজ্য প্রশাসন। প্রধান সড়কের দুপাশে ও স্কুল-কলেজ, ধর্মীয় স্থানগুলির ১শ মিটারের মধ্যে কোনওরকম আমিষ খাবার বিক্রি করা যাবে না বলে জানান আহমেদাবাদ নগর পরিকল্পনা কমিটির কর্মকর্তা দেবাং দানি।

আহমেদাবাদ, ভদোদারা, রাজকোট, দ্বারকা সহ রাজ্যের অধিকাংশ শহরেই বুধবার থেকে এ নিয়ম জারি হয়েছে।  স্ক্রল ডট ইনে বিষয়টি নিয়ে আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, ‘রাষ্ট্র তার বাড়িতে প্রবেশ করতে পারে না এবং একজন নাগরিককে তার পছন্দের খাদ্য গ্রহণ ও খাওয়া থেকে বিরত রাখতে পারে না’।

গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বলেছেন, আমিষ খাবার নিষিদ্ধকরণের সঙ্গে জনসাধারণের খাদ্যাভাসের কোনও সম্পর্ক নেই। নিম্নমানের খাবার পরিবেশন করা আটকাতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 290 total views,  6 views today