নিজস্ব প্রতিনিধি – দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশে প্রবল বর্ষণ থেকে সৃষ্ট বন্যায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক বন্যা কবলিত মানুষ। এছাড়া তিরুপতি মন্দিরের এই শহরে বন্যায় আটকে পড়ছেন শত শত তীর্থযাত্রী। অন্ধ্র প্রদেশ সরকার জানিয়েছে, শুধু কাদাপা জেলাতেই মৃত্যু হয়েছে ৮ জনের, নিখোঁজ ১২ জন।

বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপের জেরে শুক্রবার থেকে রাজ্যের রায়লসীমা অঞ্চলের তিন জেলা এবং একটি উপকূলীয় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করে আবহাওয়া দফতর।

মন্দিরের শহর তিরুপতিতে বন্যার কারণে বহু পুণ্যার্থী আটকে পড়েছেন। তিরুমালা পাহাড়ে মন্দিরের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। স্বর্ণমুখী নদীর জল বেড়ে গেছে।

জাতীয় ও রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা দল মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং উদ্ধার অভিযান পরিচালনার জন্য। বন্যার কারণে সড়ক ও রেলপথের ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে রায়ালাসিমা অঞ্চলের চিতোর, কাদাপা, কুরনুল এবং অনন্তপুর জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

 202 total views,  4 views today