নিজস্ব প্রতিনিধি – বায়ুদূষণে বিশ্বের বিভিন্ন দেশের ৯৩টি শহরের মধ্যে শীর্ষে আছে ভারতের রাজধানী দিল্লি। বিভিন্ন শহরের বাতাসের গুণাগুণ পরিমাপের আন্তর্জাতিক স্বীকৃত সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্সের সর্বশেষ র্যাংকিং তালিকায় এ তথ্য জানা গেছে।
তালিকা থেকে আরও জানা গেছে, বিশ্বের ৯৩টি শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে থাকা ১০ শহরের ৪টিই উপমহাদেশের। দিল্লি ছাড়া বাকি তিনটি হলো, লাহোর (৩য়), মুম্বাই (৫ম) ও কলকাতা (৭ম)।
একিউ সূচকে দিল্লির পয়েন্ট ২২০। দিল্লির পরই অবশ্য ১৯১ পয়েন্ট নিয়ে বায়ু দূষণে দ্বিতীয় শীর্ষস্থানে রয়েছে চীনের হুবেই প্রদেশের উহান শহর।
কোনো এলাকার বাতাসের গুণাগুণ সম্পর্কে জানতে সেখানকার বাতাসে দু’ধরনের উপাদানের পরিমাণ পরিমাপ করা হয়। এগুলো হলো- পিএম ২ দশমিক ৫ এবং বিষাক্ত গ্যাসের উপস্থিতি।
আমাদের চারপাশের বাতাসে বিভিন্ন গ্যাস ও ধূলিকণার পাশাপাশি ভেসে বেড়ায় অতি ক্ষুদ্র বস্তুকণা যা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা সম্ভব নয়। পিএম ২ দশমিক ৫ নামে পরিচিত এসব বস্তুকণা নিঃশ্বাসের সঙ্গে ফুসফুসের ভেতর ঢুকে আটকে থাকে এবং গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
205 total views, 2 views today