নিজস্ব প্রতিনিধি – একধাক্কায় নামল তাপমাত্রার পারদ। শীত শীত আমেজে মাতলেন রাজ্যবাসী। সকাল থেকেই ঠান্ডার আমেজ। সঙ্গে বইছে হালকা হাওয়াও। যদিও বেলা বাড়তেই কিছুটা তাপমাত্রা বাড়ছে। তবে রাত হতেই আবার বইছে ঠান্ডা হাওয়া। রাত ও ভোরের দিকে হালকা কুশায়া দেখা যাচ্ছে বেশ কিছু জেলায়।

উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতলে নামছে তাপমাত্রা। দার্জিলিংয়ে অনেকটাই তাপমাত্রা নেমেছে বলে খবর। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর এবং মালদায় শীতের আমেজ। ভোরের দিকে দেখা মিলছে কুশায়ার।

 96 total views,  4 views today