নিজস্ব প্রতিনিধি – এবার বড়ো পদক্ষেপ নিল নবান্ন। ঠিক হয়েছে এবার থেকে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া হবে কারা কারা টীকা পাননি, দ্বিতীয় ডোজ কাদের বাকি রয়েছে তা খোঁজ নিয়ে প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা করা হবে। এই কাজ পরিচালনার দায়িত্বে থাকবেন স্বাস্থ্যকর্মী ও আশাকর্মীদের ওপর। এদের টিম গঠন করা হবে । এরা বাড়ি বাড়ি গিয়ে টিকাকরনের ব্যাপারে খোঁজ নেবেন। স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়েছে, অসুস্থ ব্যক্তি বা রোগে শয্যাশায়ীদের আগে চিহ্নিত করে তাদের টিকার ডোজ যাওয়ার ব্যবস্থা করা হবে।

 281 total views,  4 views today