নিজস্ব প্রতিনিধি – করোনায় মৃতদের দেহ দাহ বা মাটি চাপা না দিয়ে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার অভিযোগ ও লখিমপুর ঘটনার পরও সম্প্রতি করা জরিপে দেখা যাচ্ছে, আবারও উত্তর প্রদেশের ক্ষমতায় আসছে বিজেপি। জরিপের তথ্যমতে, নরেন্দ্র মোদির উন্নয়নের পথকেই বেছে নিতে যাচ্ছেন রাজ্যের ভোটাররা। সেই পথ ধরেই হয়তো দ্বিতীয়বারের মতো যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। ভারতের টেলিভিশন চ্যানেল টাইমস নাও ও পোলস্টাটের জনমত জরিপে এসব কথা বলা হয়েছে।

আগামী বছর উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন হবে। ৪০৩টি আসনের মধ্যে ২৩৯ থেকে ২৪৫টি আসনে এগিয়ে আছে বিজেপি। পাঁচ বছর আগে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে সরকার গঠন করেছিল বিজেপি। ১৪ বছর পর উত্তর প্রদেশে ক্ষমতায় আসার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়ন এবং মুখ হিসেবে যোগী আদিত্যনাথ ছিল বাজির ঘোড়া। পাঁচ বছর পর একই বাজিতে এগোতে চায় গেরুয়া শিবির।

জনমত জরিপে বলা হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি ১১৯ থেকে ১২৫ আসনে এগিয়ে থেকে প্রধান বিরোধী দল হতে পারে। সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি) পেতে পারে ২৮ থেকে ৩২ আসন। আর উত্তর প্রদেশে জোট না করে ভোট করার ঘোষণা দেওয়া রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীরা পেতে পারেন পাঁচ থেকে আটটি আসন।

আইনশৃঙ্খলার অবনতি, করোনায় জেরবার অবস্থা নিয়ে যোগী আদিত্যনাথের সরকারকে কোণঠাসা করার চেষ্টা করে যাচ্ছে বিরোধীরা। এরপরও জরিপে দেখা যাচ্ছে, রাজ্যে ৫০ শতাংশের বেশি মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথকেই চান ভোটাররা।

 169 total views,  6 views today