নিজস্ব প্রতিনিধি –  আগামী ১৫ নভেম্বর তিন দিনের সফরে কলকাতায় আসছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত। এই সফর চলাকালে রাজ্যে সঙ্ঘের ছয়টি কার্য বিভাগের  কার্যকর্তার কাজকর্মের পর্যালোচনা করবেন তিনি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল সাফল্য ও বিজেপি ধরাশায়ী হওয়ার পর এই প্রথম রাজ্য সফরে আসছেন সঙ্ঘ প্রধান।  সফরে এসে তিনি আরএসএস স্বীকৃত বিভিন্ন সংগঠনগুলির প্রধানদের সঙ্গে দেখা করবেন বলেও খবর। সেইসঙ্গে পশ্চিমবঙ্গে, বিশেষ করে গ্রামাঞ্চলে সঙ্ঘের বিভিন্ন কাজে নিযুক্ত তরুণ কর্মী, সামাজিক কর্মী, বিজ্ঞানী ও শিক্ষাবিদদের সঙ্গেও আলাপচারিতায় যোগ দিতে পারেন সঙ্ঘ প্রধান।

 96 total views,  4 views today