দুর্গা দেবীর ঘোটকে আগমন গমন কীসের ইঙ্গিত বহন করে ?

দৈনিক রাশিফল বিচারের লেখক

আচার্য্য পি.শাস্ত্রী

(স্বর্ণপদক প্রাপ্ত)

9836738810 / 8697296783

 পুজো আসতে বাকি ৩০ দিনেরও কম। পাড়ায় পাড়ায় শুরু হয়ে গিয়েছে মণ্ডপ বাঁধার কাজ। শপিং মল থেকে মার্কেট, পুজোর কেনাকাটায় ভিড় জমছে। জমজমাট কুমোরপাড়া। এত কিছুর মাঝে চর্চায় রয়েছে দেবীর আগমন-গমন। পুজোর আগে সকলের মনেই একটা কৌতূহল থাকে, এ বছর দেবীর কীসে আগমন আর কীসে গমন। এই দেখেই তো নির্ধারিত হয় সারা বছর কেমন কাটবে।

হিন্দু পঞ্জিকা অনুসারে, দুর্গা সপ্তমী তিথি কোন বারে পড়েছে তার উপর নির্ভর করে দেবী এ বার কোন বাহনে আসছেন। আবার কোন বারে দশমী তিথি পড়েছে, তার উপর নির্ভর করছে কোন বাহনে মা দুর্গা ফিরবেন। আসুন জেনে নেওয়া যাক, দেবী দুর্গার ঘোটকে আগমন বা গমন হলে তা কীসের ইঙ্গিত দেয়।

মা দুর্গার ঘোটকে আগমন ও গমনের ফল কী? যদি দুর্গা পুজোর সপ্তমী বা দশমী তিথি মঙ্গলবার বা শনিবার পড়ে, তা হলে সেই বছর দেবীর আগমন বা গমন হয় ঘোটকে অর্থাৎ ঘোড়ায়। পণ্ডিতরা বলছেন, মা দুর্গার ঘোটকে গমনাগমন হলে খুব একটা শুভ হয় না। এটি ঘোরতর সর্বনাশের ইঙ্গিত দেয়। প্রচুর ক্ষয়ক্ষতি হয়।

দেবীর ঘোড়ায় যাতায়াতের ফল হল – ‘ছত্রভঙ্গস্তুরঙ্গমে’ অর্থাৎ সবকিছু ছত্রভঙ্গ হওয়ার আশঙ্কা থেকে যায়। নানা গোলমাল, দাঙ্গা-হাঙ্গামা, ঝামেলা-ঝঞ্ঝাট দ্বারা বিপর্যয় ও বিশৃঙ্খলা ঘটে থাকে। ঘোড়া ছটফটে প্রাণী। তাই সে যখন যায়, সব কিছু ছত্রভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে। এতে ফসল নষ্ট হওয়ার এবং প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা ও খরা দেখা দিতে পারে। মহামারী ও রাজনৈতিক অস্থিরতাও হতে পারে।

দূর্গা দেবীর নৌকায় আগমন গমন কীসের ইঙ্গিত দেয় ?

দুর্গা পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। শহরজুড়ে পুজোর প্রস্তুতি তুঙ্গে। মণ্ডপ তৈরির কাজ চলছে পুরোদমে। সারা শহর ছেয়ে গিয়েছে ব্যানার ও হোর্ডিং-এ। শপিং মল থেকে মার্কেট, পুজোর কেনাকাটায় ভিড় জমছে। তবে পুজোকে ঘিরে উৎসব অনেক দিন চললেও, শাস্ত্র মতে দেবী দুর্গার পুজো কিন্তু দিন চারেকের আর তার পরের দিন বিসর্জন।

পুজোর আগে দেবী দুর্গার আগমন ও প্রস্থানের বাহন ও তার ফলাফল নিয়ে সকলেরই একটা কৌতূহল থাকে। প্রচলতি বিশ্বাস, মায়ের আগমন ও প্রস্থানের বাহন নির্ধারণ করে মর্ত্যলোকে সারা বছর কেমন যাবে। আসুন জেনে নেওয়া যাক, দেবী দুর্গার নৌকায় আগমন বা গমন হলে তা কীসের ইঙ্গিত দেয়।

মা দুর্গার নৌকায় আগমন ও গমনের ফল কী? হিন্দু পঞ্জিকা অনুসারে, দুর্গা পুজোর সপ্তমী অথবা দশমী তিথি বুধবারে পড়লে, সে ক্ষেত্রে দেবীর আগমন বা গমন ঘটে নৌকায়। এর ফলে একদিকে যেমন ক্ষতি হয়, তেমনই অন্যদিকে আবার খুব শুভ।

মা দুর্গার নৌকায় যাতায়াতের ফল – ‘নৌকায়াং শস্য বৃদ্ধিশ্চ সুজলাশ্র ভবেদ্ভুবম’। এটি বৃষ্টিপাত, বন্যা বা জলমগ্ন সম্পর্কিত বিষয়। জল বৄদ্ধির প্রভাবে ক্ষয়ক্ষতি হতে পারে মর্ত্যে। আবার নৌকায় গমনাগমনের ফলস্বরূপ শস্যপূর্ণ বসুন্ধরাও বলা হয়। অর্থাৎ সেই বছর অতি বৄষ্টি বা বন্যা হওয়ার আশঙ্কা থাকে ঠিকই, তবে মর্ত্যভূমিতে শস্যও খুব ভালো হয়। কৃষিতে উন্নতি ঘটে। কারণ বৃষ্টিপাত হলে পরিপূর্ণ ভূমিতে ফসলের ফলন বৃদ্ধির সম্ভাবনা থাকে।

______________________________________________________________________

__________________________________________________________

 

 

 

 

 

 

 

 

 

  

Loading