নিজস্ব প্রতিনিধি –  পশ্চিমবঙ্গে আবারো লেগেছে ভোটের হাওয়া।  ভবানীপুর আসনে বিধানসভা উপ-নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে আগামী ৩০ সেপ্টেম্বর। আর দুর্গাপূজার পরই রাজ্যের চারটি আসনে একযোগে হবে ভোটের লড়াই। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় নির্বাচন কমিশন চারটি বিধানসভা আসনে উপ-নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। ঘোষণায় বলা হয়েছে, আগামী ৩০ অক্টোবর শান্তিপুর, খড়দহ, গোসাবা ও দিনহাটা- এ চার আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে। সব কেন্দ্রের ভোটের ফল ঘোষণা হবে ২ নভেম্বর।

৩০ সেপ্টেম্বর ভবানীপুরসহ রাজ্যের আরও দুটি কেন্দ্রের ভোট অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রের ভোটের ফল প্রকাশ হবে ৩ অক্টোবর। নির্দিষ্ট সময়ের মধ্যে সবকটি কেন্দ্রে উপ-নির্বাচনের দিন ঘোষণায় রাজ্যের রাজনৈতিক মহলে সন্তোষ বিরাজ করছে। কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সব রাজনৈতিক দল।

এদিন নির্বাচন কমিশনের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে করোনা পরিস্থিতি পর্যালোচনা সাপেক্ষে পশ্চিমবঙ্গসহ ১৪টি রাজ্যে উপ-নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়। এদিকে গত ২২ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনের প্রচারে চেতলার সভায় প্রচারণায় অংশ নেন  মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেখানে দেওয়া ভাষণে তিনি বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের রাজনীতির ‘হট স্পট’ হিসেবে পরিচিত নন্দীগ্রামে ভোটের প্রচারে গিয়ে হামলার শিকার হওয়ার অতীত সামনে এনে তৃণমূলের পক্ষে জনদৃষ্টি আকর্ষণ করেন।

Loading