কবিতা – ভরা থাক স্মৃতিসুধায়

কলমে –কৃষ্ণকলি বেরা

ঠিকানা – ইডেন এস্টর পার্ক, ব্লক-এ/২এ

৮৩৪ উত্তর-পূর্ব ফরতাবাদ, সাহা পাড়া

কলকাতা -৭০০০৮৪  থানা -নরেন্দ্রপুর

 

সারেঙ্গীটা বেজে চলেছে

করুন সুরে,

আমি খুলে বসেছি খেরোর খাতা , স্মৃতির পাতা হাতড়ে।

একটু করে পড়ছি আর স্মৃতিতে ডুবছি– ” এই যে দাদা এদিকে ফেরো মোবাইল ক্যামেরার দিকে”,–

তখন যে ও  আলোকচিত্রীর ভূমিকায়।

ভাইফোঁটা কিংবা রাখি,

জন্মদিন বা অন্য যেকোনো পারাবারিক

মিলন মেলায় ও যেন ছিল

ঝাড়বাতির মত। স্নিগ্ধ এক আলোকের মত উদ্ভাসিত করে রাখতো ছোট-বড় সবাইকে। মনে পড়ে যায় ইলিশ কাহিনী।বড় প্রিয় মাছ ছিল ওর। তাই কখনও একটুকরো নয় জোড়াটুকরো পাতে দিতাম তাঁর। তাঁর সেই ২০০পাওয়ারের বাল্বের মত মুখের উজ্জ্বলতা কোনোদিনও ভোলার নয়।ইলিশ খেতে আর খাওয়াতে দুইই ভালোবাসতো। আর ভালোবাসতো সাউথ সিটি

শপিং মলে শপিং করে ,লাঞ্চ বা ডিনার করে বাড়ি আসতে। জীবন পৃষ্ঠার প্রতি পাতায় প্রাপ্তির খাতায় সব শূণ্য বসিয়ে দিয়ে গেছে সেই যে—

“মরণ রে তুঁহূঁ মম শ্যাম সমান”।

আজ খেরোর খাতাটা শুধু কাঁদে, তাঁতে আর জমা হয়না আনন্দমেলার কোনো বিউগলের অথবা টুং টাং তলতরঙ্গের ধ্বনি।একলা কাঁদে স্মৃতির তীরে

খেরোর খাতার রোজনামচার দিনপঞ্জি।

Loading