উত্তম কুমারের প্রয়াণ দিবস
কলমে – প্রদীপ মিশ্র
আলো নিভে গেছে সারা মঞ্চে একদিন,
তবু রূপালি পর্দায় তুমি জীবিত চিরদিন।
ছিলে তুমি স্বপ্নপুরুষ, নবীন বাংলার প্রাণ,
উত্তম নামেই বাজে আজও হৃদয়ের গান।
“হারানো সুর”, “সাত পাকে বাঁধা”র অভিজ্ঞান,
তোমার চোখে বাঙালির রোমান্টিক “অনুসন্ধান”
“স্নেহের বন্ধন”, “চিরদিনই তুমি যে আমার”, ছিলে
আজও ভাসে চোখে জল, মনে ঝড়ের বার্তা দিলে।
“নায়ক” হয়ে সফল সত্যজিতের ফ্রেমে তুমি,
অনন্য অভিনয়ে ছুঁয়ে গেলে অভিনয় ভূমি।
অনবদ্য হাসি, একটুখানি চাহনি, হালকা ইশারা
তাতেই তো জয় করে নিয়ে করলে মাতোয়ারা।
জুটি হয়ে সুচিত্রার সঙ্গে প্রেমের দৃপ্ত আকাশ,
সেই রসায়ন আজও জাগায় যুগান্তরের আশ্বাস।
সাদা পাজামা-পাঞ্জাবি, আর পর্দার নরম গলা,
উত্তম মানেই—প্রেম, অভিজ্ঞান, শিল্প ছলাকলা।
আজকের দিনে পড়ে আসে স্মৃতির ভীষণ চাপা,
বাংলার আকাশ হঠাৎ নিঃশব্দ ধ্বংসলিপি মাপা।ক্যানসারের কালো ছায়া যে স্পর্শ করেছিল হায়,
তবু তুমি চলে গেলে, রেখে গেলে—এক মুঠো ছায়।
অভিনয়ের ভাষা তুমি, মুখে কিছু নরম কবিতা,
উচ্চারণে মিশে থাকত অতি শ্রবণের মাধুর্যতা।
তুমি নেই, তবুও আছো প্রতিটি সিনেমার কথায়
তোমার আশীর্বাদ খোঁজে সকলে নিজের মাথায়।
আজও যদি কোথাও বাজে “তুমি যে আমার”,
হাজার প্রজন্মের হৃদয় তখন করে হাহাকার।
যে সম্মান মৃত্যুর পরেও কখনো ক্ষয় হয় না,
উত্তম তুমি সেই অক্ষয় মণি, যা মাপা যায় না।
তোমার চলন, তোমার কণ্ঠ, তোমার সেই ভঙ্গিমা,
শেখায় কাকে বলে “ক্লাসিক” অভিনয় বা ড্রামা।
মৃত্যু শুধু দেহের হয়, স্মৃতির কখনো তো নয়,
উত্তম নামেই আজও বাংলার গর্বের দৃঢ় পরিচয়।
তোমার প্রয়াণ নয়, এ তো এক শিল্পযাত্রার ধ্বনি,
জীবনানন্দের মতই তুমি চিরকাল রবে মধ্যমনি।
উত্তম, মহানায়ক, প্রণাম জানাই শ্রদ্ধার মালায়,
তোমার প্রয়াণ দিবসে তোমাকে ছোট্ট শ্রদ্ধা জানাই।।
__________________________________________
প্রদীপ মিশ্র – স্বর্ণ সম্মাননা প্রাপ্ত কবি, প্রাবন্ধিক, স্বর্ণ সম্মাননা প্রাপ্ত অভিনেতা, স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ, হিউম্যান রাইটস প্রেসিডেন্ট পূর্ব মেদিনীপুর, হলদিয়া, পশ্চিমবঙ্গ, ভারত। মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বার ৯৭৩৫৬৩৪২৪৬
93 total views, 4 views today