উৎসবের পর উৎসব শুরু

কলমে- সোমা রায়

হৈমন্তিকের  সারাবেলা

সকালবেলা  পাতায় পাতায় শিশিরের রেখা

নিশীথ রাতে শীতের আমেজ  হালকা

ভোরবেলা  জাগো হে নগরবাসী গেয়ে যাচ্ছে  কীর্তনীয়রা

বাজারে বাজারে হরিনাম সংকীর্তনের আয়োজন করে যাচ্ছে ব্যবসায়ীরা

শিশু উৎসবে মেতে উঠবে বিদ্যালয় ও ক্লাব সদস্যরা

বর্ষবিদায়ের আয়োজনে উঠবে মেতে আপামর জনগণেরা

বড়দিন উৎসব পালনের মাধ্যমে  শুরু হবে বর্ষ বিদায়ের পালা

নাচ , গান , খাওয়া দাওয়া হৈহুল্লুড় সাংস্কৃতিক কর্মযজ্ঞের দ্বারা বরন হবে ইংরেজি নববর্ষ এ তো সবের ই জানা l

দেখতে দেখতে চলে আসবে বই পিপাসুদের প্রাণের মেলা

চলে আসবে  জনগনের  অধিকার রক্ষার্থে  প্রজাতন্ত্র দিবসের  উৎসবটা

ভুলে গেলে হবে না  পিঠে পুলি খেয়ে পৌষ সংক্রমটিটা

উৎসবে উৎসবে চলে আসবে  বাঙালির  ভেলেনটাইনস এর বহু প্রতীক্ষিত দিনটা

শেষ পর্যন্ত রামধনুর সাত রং গায়ে মেখে  বসন্ত উৎসবে হয়ে উঠবো আমরা মাতোয়ারা

উৎসবের পর উৎসব শুরু

শেষ বলে উৎসব  হয় না যে কিছু

উৎসনের পর আবার উৎসব হয় শুরু

 

 22 total views,  22 views today