” উনিশে মে “

কলমে – সুশান্ত সাহা
রক্ত দিয়ে বাঁচিয়েছে যারা
আমার মুখের ভাষা
একুশ -উনিশ সব জায়গাতেই
মৃত্যু ঠাসা ঠাসা –
যখন দেখি ভাষায় আমার
নেই রক্তের ছাপ
লিখছ কারা মিথ্যে মিথ্যে
এমন নকল ধারাপাত ,,?
এই ভাষাতেই আস্থা রেখে
পুরুলিয়া ,আসাম ,ঢাকা
রুখলো শেষে রক্ত দিয়ে
ভাষায় রক্ত মাখা ۔۔
আমার ভাষা আমার জীবন
আমার স্বপ্নে রাখা
মেলাতেই দেখি সব ভাষাতেই
আমার ভাষা আঁকা ۔۔۔۔
165 total views, 2 views today











