উলঙ্গ ডাক্তার
কলমে – কাজল দত্ত
ধাইমার গায়ে ছোঁয়াচে বিরল রোগের লক্ষণ স্পষ্ট! যদিও রোগটি শতাব্দী প্রাচীন;
সেসময়কার নামিদামি ডাক্তাররা এর চিকিৎসা করলেও পুরোপুরি নির্মূল করতে পারেনি!
অবশ্য পারিনি কি! বরং ছাই চাপা দিয়ে রেখেছিল।
অতীতের সেই ছাই চাপা আগুন, কখনো পুবের হাওয়ায়, কখনো দক্ষিণের হাওয়ায়,কখনো বা উত্তরের বাতাসে ধিক ধিক করে জ্বলে ওঠে আজও।
ইতিমধ্যে ধাইমার কিছু কিছু অঙ্গে গ্যাংগ্রিনের থাবা লক্ষণীয়। অতীতের সেই রোগ আজ কর্কট রোগের মত ছড়িয়ে পড়ছে ধাইমার শিরায় উপশিরায়।
অচিরেই কেমো না দিলে ধাইমা পৌঁছে যাবে মৃত্যু উপত্যকায়।
কিন্তু কেমো দেওয়ার যোগ্য ডাক্তার কোথায়?
ছড়িঘোরানো ডাক্তার গুলো যে আজ উলঙ্গ ঘুরে বেড়ায়!
212 total views, 2 views today