উদ্বাস্তু
কলমে – শর্মিলা পাল
আমি দেখিনি সেই সব দিন
যা দেখেছে আমাদের পূর্বপুরুষ
তারাও একদিন ছিল কোন সম্মানীয় মানুষ।
পরিচয় হয়েছিল একটাই
নাম শরণার্থী
হয়েছিল শুধুই কৃপা প্রার্থী
কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না
চুপ কর একদম চুপ এসব বলো না
কারো রান্নাঘর কার গোয়াল ঘর কারো খরের চাল
হয়েছিল ভাগ হয়েছিল বেহাল
রানী এসেছিল রাজার রয়ে গেল হয়নি আর ওদের কোনদিনও দেখা ।
কেউ কখনো ভাবি নি তাদের পরিচয় হবে উদ্বাস্ত।
সত্যি কেউ কি কখনো ভাবে
তাদের খামার বসতভিটে পুকুর ঘাট হঠাৎ করে একদিন রাতের আঁধারে ছেড়ে যেতে হবে
বিকেলে খেলা ছেড়ে এসে ,আর কোনদিন দেখা হবে না রহিমের সাথে রাঘবের।
326 total views, 2 views today