তুমি আসো , প্রেম আসে
কলমে — সুদীপ দাস
বার্ণপুর , পশ্চিম বর্ধমান
জীবনে ওঠাপড়ার মাঝে কখনো সখনো
একপলক প্রেম এসে
উঁকি দিয়ে যায়
কখনো কিছু গড়ে দিয়ে যায় ,
আবার কালক্ষেপে
ভেঙে ফেলে হৃদয়ের দিগন্ত ,
হোঁচট খেতে খেতে গুঁড়িয়ে দেয় প্রণয়ের কান্ড ,
রোপন করে সুধাময় ক্ষুধা
মধুর অবহেলিত চুম্বন ,
গুলফামের সৌরভে মরা মৌমাছি পড়ে রয়
চুঁইয়ে পড়ে মধু মৃত ঠোঁট বেয়ে
ফোঁটা ফোঁটা রস যেন রক্তকণা ,
মধুও যে আজ বিষাক্ত সে কী আর নিরীহ জানে
রঙিন স্বপ্নের আকর্ষণের বশে
খুন করে এক পরম ঝটকায় ,
অভিশাপ এক নিমেষ ধেয়ে আসে নির্দিধায়
উজান , গাঙের উর্বর উজান
মুছে দেয় সব কামনা ,সব নীলিমা,
ঘন হয়ে আসে মূর্ছনার একরাশ স্তব্ধতা
লুঠ করে নেয় প্রেমের অলংকার
খুলে নেয় সকল আভরণ ,
জীবনে ওঠাপড়ার মাঝে কখনো সখনো
একঝলক তুমি আসো , প্রেম আসে
আর আসে একমুঠো ভালবাসা …..!!
_____________________________________________________________________