বহরমপুরে প্রার্থী নির্ধারণে তৃণমূল কংগ্রেসের অঙ্ক
কলমে – ভোটকৌশলী সোমনাথ মন্ডল
গ্রাম + ডাকঘর + থানা – নামখানা, জেলা – দক্ষিণ ২৪ পরগণা, পিন – ৭৪৩৩৫৭ (পশ্চিমবঙ্গ)
……………………..
About the Writer : He Completed graduation from University of Calcutta. Then he went went to Rabindra Bharati University for MA. Then he studied LLB in Vidyasagar University. After that he went to Kerala for Master of Divinity. After completing this course he went to Asian Christian Academy for Th.M. Then he was doing his Ph. D in University of Jerusalem.
He also completed 8th year in Bharatnatyam (oldest classical dance in India). On. 2019 he worked as election strategist in Jharkhand Legislative Assembly Election. On 2021 he had exit poll on Kolkata Corporation Election. After result out he proved he was 100% true. At present he is teaching in a school and working as election strategist.
***********
সারা বাংলার নজর এখন বহরমপুরে। কোন্ অঙ্ক কষে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে প্রার্থী নির্ধারণ করেছে তা বোঝার চেষ্টা করবো।
তৃণমূল কংগ্রেস মনে করে অধীর রঞ্জন চৌধুরীর জন্যই এই রাজ্যে ইন্ডিয়া জোট হয়নি। তাই এই জোটের শরীক হওয়া সত্বেও তৃণমূল কংগ্রেস অধীর চৌধুরীকে অপছন্দ করে। এইজন্যে তৃণমূল কংগ্রেস মনেপ্রাণে চাইছে এবার অধীর চৌধুরী যেন কোনভাবেই না জেতেন। তাই এক বিশেষ অঙ্ক কষে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে প্রার্থী নির্ধারণ করেছে। আসুন, এই গোপন অঙ্কটা জেনে নেওয়া যাক।
গতবার ৪৬% ভোট পেয়ে অধীর চৌধুরী বিজয়ী হয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের অপূর্ব সরকার ৪০% ভোট পান। আর বিজেপি প্রার্থী কৃষ্ণ জোয়ারদার আর্য ১১% ভোট পান। তিনজনই হিন্দু প্রার্থী। এবারও কংগ্রেস অধীর চৌধুরীকে প্রার্থী করেছে। বিজেপির প্রার্থী হয়েছেন নির্মল সাহা। এঁরা দুজনেই হিন্দু। কিন্তু এই কেন্দ্রের ৫২% ভোটার সংখ্যালঘু। তাই মাইনরিটি ভোট পাওয়ার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে। এটা অবশ্যই তৃণমূলের একটা বড় চমক।
অধীর চৌধুরী এখানে জিতে ডবল হ্যাটট্রিক করবেন, নাকি ইউসুফ পাঠান স্টেপ আউট করে ছক্কা হাঁকাবেন – আমাদের নজর সেই দিকেই থাকবে।