সুখ শান্তির ঘরোয়া টোটকা
প্রফেসর ডক্টর কুশল সেন
অধ্যাপক (ফলিত সংখ্যাতত্ত্ব), Astrological Research Institute of Krishnamurti Paddhati (ARIKP)
সদস্য, মার্গদর্শক মন্ডল, ভারতীয় বৈদিক জ্যোতিষ সংস্থানম্, বারানসী
e-mail : kooshoeg@gmail.com
মহালক্ষ্মীর কৃপা অথবা অর্থাগমের টোটকা
প্রতি শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি, প্রতি পূর্ণিমা এবং কোজাগরী লক্ষ্মী পূজার দিন রাত্রে একটি ধুনাচির মধ্যে এলাচ (৩টি), লবঙ্গ (৩টি), অল্প গব্যঘৃত, কর্পূর (এক টুকরো), গোবরের ঘুঁটে, অল্প ধুনো, অল্প গুগগুল একসঙ্গে জ্বালিয়ে সারা বাড়িতে ভালো করে ছড়াতে হবে। এর ফলে একদিকে বাড়ীতে ধণাত্মক শক্তির সৃষ্টি হবে তেমনই আর্থিক সংক্রান্ত পথ সুগম হবে।
ঋণ মুক্তির টোটকা
যেকোনো প্রতিষ্ঠিত শিবমন্দিরে শুক্লপক্ষের অষ্টমী তিথি থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত কলাপাতায় দই + ভাত নিবেদন করলে ব্যক্তি তার ঋণগ্রস্থ অবস্থা থেকে মুক্তি পায়। নিবেদনের সময় নিম্নলিখিত মন্ত্রোচ্চারণ আবশ্যক।
মন্ত্র – ওঁ ঋণ মুক্তেশ্বর মহাদেবায় নমঃ (১১ বার)