ঋণগ্রস্থ অবস্থা থেকে মুক্তির টোটকা

প্রফেসর ডক্টর কুশল সেন

অধ্যাপক (ফলিত সংখ্যাতত্ত্ব), Astrological Research Institute of Krishnamurti Paddhati (ARIKP)

সদস্য, মার্গদর্শক মন্ডল, ভারতীয় বৈদিক জ্যোতিষ সংস্থানম্‌, বারানসী

e-mail :  kooshoeg@gmail.com

(১) ৭টি মঙ্গলবার পরপর পানপাতা ১টি ডাঁটা ছিড়ে দিয়ে তার চক্‌চক্‌ দিকে লবঙ্গ (১টি) ছোট এলাচ (১টি) একসাথে পানের মতো মুড়ে হনুমানজীর মন্দিরে জবাফুলের মালা সহ (১টি), তাঁর ডান কাঁধের সিঁদুর কপালে লাগিয়ে ঋণমুক্তির জন্য প্রার্থনা করতে হবে।

(২) ৭টি মঙ্গলবার পানপাতার (১টি) ডাঁটা ছিঁড়ে দিয়ে পানপাতার ফ্যাকাসে দিকে লবঙ্গ (২টি) স্মরণ করে ভাসিয়ে দিতে হবে।

 245 total views,  2 views today