ঘরোয়া টোটকায় বিভিন্ন সমস্যার সমাধানের টিপস্ দিচ্ছেন বিশিষ্ট তান্ত্রিক জ্যোতিষ
উৎপলেন্দু অঘোরি
যোগাযোগ – 9903396088
অর্থ এবং ব্যবসা উন্নতির টোটকা
অধিকতর ব্যক্তি ধনের উন্নতি করতে পারেন না। আকস্মিক সামাল দিতে পারেন না। এমত অবস্থায় নিম্নলিখিত মন্ত্রের জপে লাভ হতে পারে।
মন্ত্র ঃ নমো দেবী ভগবতে ত্রিালোচং ত্রিপুরং দেবী
অঞ্জলিম মে কল্যাণং কুরু কুরু স্বাহা।
নবরাত্রির স্থাপনা হতে প্রয়োগ শুরু করুন। নিত্য সর্বপ্রথম যন্ত্রটির পূজা করুন পূজ্যকক্ষে মহালক্ষ্মীর চিত্র রাখুন। যদি মহালক্ষ্মীর চিত্র না পাওয়া যায় মা কালীর চিত্রও রাখা যায়। দীপ জ্বালিয়ে পদ্মবীজের মালায় এক লাখ পঁচিশহাজার বার মন্ত্রের জপ করুন। এই ক্রিয়া করতে কিছুদিন সময় লাগতে পারে।সময়ের কোনো অবধি নেই।
ব্যবসা উন্নতির টোটকা
ব্যবসা বৃদ্ধির জন্য একদিকে যেমন বুদ্ধির আবশ্যকতা অপরদিকে উৎসাহ এবং সততার প্রয়োজনীয়তা আছে। কখনো কখনো ব্যক্তি নিজ প্রাণপণ পরিশ্রমের পরও ফল পায় না। এজন্য নিজ মধ্যে সাহস, নির্ভয়চিত্ত, এবং উৎসাহ বৃদ্ধির জন্য এই প্রয়োগ করা আবশ্যক। যার ফলে প্রতিদ্বন্দ্বীরা কাছ আসতে সাহস করবে না। স্থাপনার দিন কুবের ব্যাপার বৃদ্ধি যন্ত্রটিকে গোলাপী পুষ্পঅথবা কলাবতী ফুলের আসন স্থাপিত করে এবং নিজেও লাল বস্ত্র পরিধানপূর্বক দক্ষিণ দিকে মুখ করে বসুন এবং নিম্নলিখিত মন্ত্রটি পদ্মবীজের মালায় জপ করুন। যন্ত্রের সন্মুখে ঘৃতের প্রদীপ প্রজ্জ্বলিত করুন।
মন্ত্র ঃ ‘‘ওঁ যক্ষ্মায় কুবৈরায় বেশ্রবনায় ধনে ধন্যোদি
পতে ধন ধানো সমৃদ্ধি মে দেহি দাপয় স্বাহা।’’
অতঃপর যন্ত্রটিকে প্রতিষ্ঠানে স্থাপিত করুন। ব্যবসা বৃদ্ধি আপনি স্বয়ং অনুভব করবেন।