সালমান খানের আসন্ন চলচ্চিত্র ‘টাইগার ৩’ মুক্তিতে এখনও বেশ কয়েকমাস বাকি। কিন্তু তার আগেই ওটিটিতে রেকর্ড অঙ্কে বিক্রি হয়ে গেল ‘টাইগার থ্রি’। সূত্রের খবর অনুসারে, শাহরুখের ‘পাঠান’কেও পেছনে ফেলে দিয়েছে সিনেমাটি। বক্স অফিসে শাহরুখ সমস্ত রেকর্ড ভেঙে দিলেও তিনি যে ওটিটিতে সালমনের কাছে পিছিয়ে পড়লেন, তা বলাই বাহুল্য।

১০০ কোটি টাকায় অ্যামাজন প্রাইমে বিক্রি হয়েছিল ‘পাঠান’। কিন্তু ‘টাইগার থ্রি’র টাকার অঙ্ক শুনে অবাক হচ্ছেন সকলেই। জানা গেছে, ওই একই প্ল্যাটফর্মে এবার ২০০ কোটি টাকায় বিক্রি হয়েছে ‘টাইগার থ্রি’। ফলে বোঝাই যাচ্ছে ভাইজান এই ক্ষেত্রে শাহরুখ খানকে বেশ অনেকটাই টপকে গিয়েছেন।

এদিকে সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত পাঠান ইতিমধ্যে বিশ্বজুড়ে বক্স অফিসে ১০০০ কোটি টাকার বেশি আয় করে নিয়েছে। ভারতেও ব্যবসার অঙ্ক সাড়ে ৫০০ কোটি ছুঁইছুঁই। এবার কি পাঠানের সেই রেকর্ড ভাঙতে পারবেন ‘ভাইজান’? সেদিকেই তাকিয়ে সালমন ভক্তরা। যদিও দুই খান এই নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা চাইছেন না। বরং বলিউডের হাল ফেরাতে হাতে হাত রেখেই সমস্ত ঝড়ঝাপ্টার মোকাবিলা করতে চাইছেন তারা।

‘পাঠান’-এ একটি বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল ‘টাইগার’ সালমন খানকে। শাহরুখের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শত্রুর মোকাবিলা করেছিলেন দুজন। এবার সেই সাহায্যই ফিরিয়ে দেওয়ার পালা পাঠানের। পাঠানের একটি সংলাপেই টাইগারকে বলতে শোনা গিয়েছিল, তার প্রয়োজন পড়তে পারে পাঠানকে। সে যেন তখন তৈরি থাকে। কথা দিয়েছিলেন ‘পাঠান’ শাহরুখও। এখন দেখার বিষয় যে দুই গুপ্তচর মিলে একসঙ্গে কেমন খেল দেখায় ‘টাইগার থ্রি’তে। সেই অপেক্ষায় রয়েছে দুজনের ভক্তরাও।

_________________________________________________________________________

 

 102 total views,  2 views today