স্বপ্নদর্শনের উপকারিতা ও কয়েকটি স্বপ্নের আসল অর্থ
প্রফেসর ডক্টর কুশল সেন
অধ্যাপক (ফলিত সংখ্যাতত্ত্ব), Astrological Research Institute of Krishnamurti Paddhati (ARIKP)
সদস্য, মার্গদর্শক মন্ডল, ভারতীয় বৈদিক জ্যোতিষ সংস্থানম্, বারানসী
e-mail : kooshoeg@gmail.com
আমরা সকলেই প্রায় প্রতিদিনই ঘুমের মধ্যে কিছু না কিছু স্বপ্ন দেখি। ঘুম ভাঙলে কিছু স্বপ্ন মনে থাকে আবার কিছু স্বপ্ন মনে থাকে না। এর মধ্যে এমন কিছু স্বপ্ন থাকে যা আমাদের ভবিষ্যৎকে প্রভাবিত করে। এই সমস্ত স্বপ্নের ফলাফল নিয়ে ধারাবাহিক ভাবে লিখছেন বিশিষ্ট জ্যোতিষ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ অধ্যাপক ডঃ কুশল সেন
(৩য় পর্ব)
মানুষ কেন স্বপ্ন দেখে, কোন স্বপ্নের কি কারণ বা স্বপ্ন ও অবচেতন মনের সম্পর্কই বা কি তা নিয়ে বিস্তারিত ব্যখ্যা আমাদের প্রাচীন সাহিত্য ও ধর্মগ্রন্থে পাওয়া যায়। বিখ্যাত মনস্তত্ববিদ সিগমন্ড ফ্রয়েড বলেছেন, আমাদের মনের অবচেতন অবস্থায় বহু অবদমিত ইচ্ছা বা আবেগ চাপা পড়ে থাকে। সজাগ মস্তিষ্কে কোনও সময়েই তার নাগাল পাওয়া যায় না। নিদ্রিত অবস্থায় এইসব অবদমিত আবেগ, ইচ্ছা-আকাঙ্খাগুলি মনের বিভিন্ন সূক্ষ্ম স্তর ডিঙিয়ে উঠে আসে এবং এই ইচ্ছের দৃশ্যকল্পগুলিই হল স্বপ্ন।
আবার মনোবিজ্ঞানীদের আরেকটি অংশের মতে, ঘুমের সময় আমাদের শরীরের বিভিন্ন অংশগুলি থেকে সংকেত প্রসূত হয় মস্তিষ্কে। এই বিক্ষিপ্ত সংকেতগুলি একটি গূঢ় অর্থ দেওয়ার চেষ্টা করে যার বাহ্যিক প্রকাশই হল স্বপ্ন।
স্বপ্নের বাস্তবতা – মানুষর চারিত্রিক বৈশিষ্ট্যই হল স্বপ্নকে বাস্তবের সাথে মেলবন্ধন করানো। স্বপ্ন নিছক দৃশ্যপট হলেও তার মধ্যে প্রায়শঃই বাস্তব জীবনের ছোঁয়া লেগে থাকে।অনেকাংশেই নিদ্রিত অবস্থার স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা ছুটে বেড়াই। কেউ হয়তো স্বপ্নে দেখতে পেল, একটি সুন্দর মনোরম বাড়ীতে বসবাস করছে, কিছু বছরের মধ্যে হয়তো বাস্তবে তার বাড়ীও তৈরী হল। তখন আপাতদৃষ্টিতে মনে হল যে স্বপ্ন সত্যি হল কিন্তু এখানে ব্যক্তিবিশেষের অবদমিত ইচ্ছাই তাকে এই পথে এগিয়ে নিয়ে গেল।
স্বপ্নের অর্থ কি বোধগম্য হয় : মনোবিজ্ঞানীরা বিভন্ন স্বপ্নকে নানা পর্যায়ক্রমিক বিশ্লেষণ করে; স্বপ্নের অর্থ বোধগম্য করতে গিয়ে বলেছেন স্বপ্নের অর্থ উদ্ধারের আগে তার থিম সম্বন্ধে জানা আবশ্যক। কোন ধরণের স্বপ্ন কি গূঢ় অর্থ বহন করে তার তাত্ত্বিক বিশ্লেষণে বিশেষজ্ঞরা আজও একমত নন। তবে, স্বপ্নের এই থিমগুলিকে মোটামুটিভাবে পাঁচটি ভাগে ভাগ করা যেতে পারে-
(১) সম্পর্ক কেন্দ্রিক স্বপ্ন – পারিবারিক সম্পর্কের দ্বন্দ্ব, আবেগজনিত সংঘাত ইত্যাদি।
(২) শারীরিক ঘনিষ্ঠতা বিষয়ক স্বপ্ন – শারীরিক ঘনিষ্ঠতা জনিত আবেগ।
(৩) লজ্জা বা ভয় সম্বন্ধিত স্ব্প্ন – ব্যক্তি জীবনের সামাজিক লজ্জার দিক।
(৪) শোক বিষয়ক স্বপ্ন – অবসাদ/অতিরিক্ত দুশ্চিন্তাকারী মানুষের স্বপ্ন।
(৫) দুঃস্বপ্ন বা নাইটমেয়ার – যেকোনো বড় দুর্ঘটনা, অন্য ব্যক্তির দ্বার হত্যার উদ্দেশ্যে আক্রান্ত হওয়া; অনেক ক্ষেত্রেই ব্যক্তি; স্বপ্নের গম্ভীরতা সহ্য করতে না পেরে ঘুম থেকে উঠে পড়ে, কেউ চিৎকার করে, আবার কারো খুব জোরে শ্বাস প্রশ্বাস চলতে থাকে।
মানুষ সুখকর স্বপ্ন দেখলে কখনই চিন্তিত হয় না বা জাগ্রত অবস্থায় ঐ স্বপ্ন নিয়ে বেশী ভাবনা চিন্তা করে না। কিন্তু দুঃস্বপ্ন বা ভয়ঙ্কর স্বপ্ন তৈরী হওয়ার পিছনে নানা কারণ থাকতেই পারে, যেমন দুশ্চিন্তা, Anxiety Disorder, Post Traumatic Stress ইত্যাদি।
নীচে কয়েকটি স্বপ্নের গূঢ় অর্থ লিপিবদ্ধ করা হল
(১) সাপ তাড়া করছে – গুপ্ত শত্রুতা ;
(২) সাপ কামড়ানো – অর্থ প্রাপ্তি ;
(৩) একসঙ্গে অনেকগুলি সাপ – নিকট আত্মীয়া সন্তানসম্ভবা হলে বংশবৃদ্ধি ;
(৪) সাপ জড়িয়ে ধরা – বন্ধুবিয়োগ ;
(৫) নিজে সাপকে মারতে দেখলে – শত্রুজয় ;
(৬) উড়ে বেড়ানো – প্রেম-প্রণয় বা আনন্দ অনুষ্ঠানের ইঙ্গিত ;
(৭) তুলনামূলকভাবে নীচুতে ওড়া – কোন রোগ থেকে ক্রমশঃ অব্যাহতি ;
(…. এরপর পরবর্তী সংখ্যায়)