শুভ নববর্ষ

কলমে – শর্মিলা পাল
হাবরা, উত্তর ২৪ পরগনা
আজ এই নতুন সকালে
বর্ষবরণ হোক নব কল্লোলে
নবপল্লব প্রস্ফুটিত হোক
দূরে যাক সব দুঃখ কষ্ট না পাওয়ার শোক।
যদি কিছু ভুল করি পুরনো বছরে ,
সব ভুলে নতুন কে বলছি সকলকে ভাল রেখো
যে যেখানেই আছো সকলেই ভালো থেকো,
ভুলে যাও সব ,কি হয়েছে
কিছুই হারায়নি, যা ছিল
তাই রয়েছে।
শুধু বদলাইনি ভাগ্য তাদের
আশ্রয়হীন ভাঙ্গা কপাল যাদের,
রবীন্দ্র সদন বাঘাযতীন শোভাবাজার
জানি কেউ নেই ওদের খোঁজার ,
সেই নতুন ভোর আসবে কবে
একটা কোন শিশু ফুটপাতে পড়ে না রবে ,
ওদের মুখে ফুটবে নব হর্স
সেদিনই হবে সত্যি কারের শুভ নববর্ষ,!!
295 total views, 2 views today










